image

Regional Assembly For The Implementation Of 7-Point Demands

বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন কেন্দ্রিয় নির্বাহী পরিষদের উদ্যোগে

দাবী আদায় ঐক্য পরিষদের ৭ দফা দাবী বাস্তবায়নে ১৯ মার্চ ২০২৫ ইং রোজ বুধবার, বিকাল ৩ ঘটিকায় আগারগাও সমাজসেবা অধিদপ্তরের সম্মেলন কক্ষে

আঞ্চলিক সমাবেশ, নির্বাচিত সমিতি সমূহের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুর রহমান মান্না(সভাপতি, নাগরিক ঐক্য) এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব জোনায়েদ আব্দুর রহিম সাকি( প্রধান সমন্বয়কারী, গণ সংহতি আন্দোলন।)।